ন্যাশনাল কমিশন ফর সিডিউল কাস্ট এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান উদ্বোধনী অনুষ্ঠানে বীরভূমের শান্তিনিকেতনে

শম্ভুনাথ সেনঃ

শুধুমাত্র কর্মক্ষেত্র নয়, সমাজের যেকোনো স্থানে জাতিগত বিদ্বেষ মূলক প্ররোচনা ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আজ ৪ নভেম্বর বীরভূমে এসে এমন বার্তা দিলেন ভারত সরকারের ন্যাশনাল কমিশন ফর সিডিউল কাস্টের ভাইস চেয়ারম্যান তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদার। আজ বোলপুরের শান্তিনিকেতনে হ্যাপি হোম বেসরকারি স্কুলে স্পোর্টস মিটে তিনি যোগ দিয়েছিলেন। মার্শাল আর্ট অ্যান্ড স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় আজ একটি জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। তার সাথে মঞ্চে ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক শান্তিনিকেতনের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয় ঠাকুর সহ বিশ্বভারতীর অন্যান্য অধ্যাপক, আধিকারিকর ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তিনি তার ভাষনে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন কর্মক্ষেত্র হোক বা সমাজের যে কোন জায়গাতেই জাতিবিদ্বেষ মূলক কোনো প্ররোচনা রেয়াদ করবে না কমিশন। ইতিমধ্যেই এ ব্যাপারে কমিশন কড়া পদক্ষেপ নিয়েছে বলে তিনি দাবি করেন। পরে এক সাংবাদিক বৈঠকে বিশ্বভারতীর ফলক বিতর্ক নিয়ে তিনি জানান এটা কোনোদিন হতে পারে না। যিনি বিতর্ক ভালবাসেন তিনি ব্যক্তিগতভাবেই এই কাজ করছেন। যারা এটাকে সামনে নিয়ে এসে রাজনীতি করছেন তারাও ভুল করছেন। রবীন্দ্রনাথ বাঙালির আবেগ। এই আবেগটাকে প্রাধান্য দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *