শম্ভুনাথ সেনঃ
বীরভুমের মুরারই-১ নং ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে, কাহিনগর দিশারী ওয়েল ফেয়ার সোসাইটি ব্যবস্থাপনায় গত ২ নভেম্বর ১৫০ জন ব্যক্তিবর্গের হাতে তুলে দেওয়া হলো প্রতিবন্ধকতার শংসাপত্র। এই তালিকায় ছিলেন পড়ুয়া থেকে সাধারণ মানুষ। পূর্ণ সহযোগিতা করে রামপুরহাট মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল। এই নিয়ে এই শিবির চতুর্থ বার হল বলে জানান সোসাইটির সম্পাদক আব্দুল হাফিজ। এই শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও বীরেন্দ্র অধিকারী, বিধায়ক ডাঃ মোসারফ হোসেন, রামপুরহাট হসপিটালের এম.এস.ভি. পি ডা: পলাশ দাস, অতিরিক্ত মেডিকেল সুপারিনটেনডেন্ট রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা: ঈশ্বর চ্যাটার্জি, যুগ্ম বিডিও জাগ্রত চৌধুরী, মুরারই থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ ঘোষ প্রমুখ। উল্লেখ্য, এদিন মুরারই এক নম্বর ব্লকের মুক্তমঞ্চে এই শংসাপত্র প্রদানের শিবির অনুষ্ঠিত হয়। তার আগেই গত বছর সরকারি চিকিৎসকরা এইসব মানুষজনদের চিহ্নিতকরণ করেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য “মানবিক” নামে প্রকল্প চালু করেছেন। আবেদনের ভিত্তিতে তাদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয়।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম