
শম্ভুনাথ সেনঃ
রাত পোহালেই অমাবস্যায় কালীপুজো। আর তার ঠিক আগের দিন পালিত হয় “ভূত চতুর্দশী”। এই দিনেই ১৪ প্রদীপ জ্বালানো এবং ১৪ রকম শাক খাওয়ার প্রথা রয়েছে বীরভূমের বিভিন্ন গ্রামে গ্রামে। এই “ভূত চতুর্দশী” তিথিতে চোদ্দপুরুষের উদ্দেশ্যে ১৪ প্রদীপ জ্বালিয়ে উৎসর্গ করা হয়। প্রাচীন প্রথা অনুযায়ী এদিন ১৪ রকমের শাক খাওয়ার রীতি। সকাল থেকেই গ্রামীণ মা ও মেয়েরা মাঠে-ঘাটে কলমি, শুশনি, নটে, পুঁই, হিঞ্চে এমন শাকতোলায় ব্যস্ত থাকে। বাজারেও বিক্রি হয় ১৪ রকমের শাক। ১৪ রকমের শাক খেলে যেমন বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা, তেমনি ১৪ প্রদীপের আলোয় মুছে যায় মনের কালিমা। এমন বিশ্বাস নিয়ে এখনো টিকে আছে বীরভূমের ধর্মীয় সংহতি ও গ্রামীণ লোকাচার।
