
শম্ভুনাথ সেনঃ
পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে আজ ১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ বীরভূমের দুবরাজপুর পাহাড়েশ্বর এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে। দুবরাজপুর হিমঘর এর কাছে ওই ব্যক্তি পারাপার করার সময় একটি বোলেরো গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মৃত ব্যক্তির নাম সিপাই বাউরী। বয়স ৬০ বছর। গাড়িটি এখনো ধরা পড়েনি। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এলে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখায়। এই ঘটনার জেরে ৬০ নম্বর জাতীয় সড়কে ঘন্টা খানেক যান চলাচল বন্ধ থাকে।