
শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলার বুকে অন্যতম নজরকাড়া কালীপূজা অনুষ্ঠিত হচ্ছে দুবরাজপুর পুরশহরে “মাদৃক সংঘে’র” কালীপুজো। এবার তাদের পুজো ৫৩ বছরে পড়ল। দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মন্ডপ। সাবেকী কালী প্রতিমা। উল্লেখ্য, ১৯৭১ সালে সংঘ গুরু নিমাই ওঝা এই কালীপুজোর সূচনা করেন। সেই নিমাই ওঝা আজ আর নেই। তবে তাঁর স্মৃতি রক্ষার্থে ক্লাব চত্বরে বসানো হয়েছে নিমাই ওঝার আবক্ষ মূর্তি। তাঁর নামাঙ্কিত সাংস্কৃতিক মঞ্চে আজ ১২ নভেম্বর এই পুজোর উদ্বোধন হয়। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ সঞ্জয় উপাধ্যায়। উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পান্ডে, খয়রাশোলের চৈতন্যপুর গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য প্রমুখ। মায়ের সামনে ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কালীপুজো দীপাবলী উৎসবের উদ্বোধন হয়। ৪ দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ উদ্বোধনী অনুষ্ঠানে বহু দর্শনার্থীদের ভিড় জমে মাদৃক সংঘ সাংস্কৃতিক ময়দানে।
