
সেখ রিয়াজুদ্দিনঃ
খয়রাশোল ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি ও জেলা পরিষদের সদস্যের উপর হামলার অভিযোগে লোকপুর থানার পুলিশ অভিযুক্তদের একজনকে আটক করে। রবিবার ধৃত কে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ২৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, গত ১০ নভেম্বর খয়রাশোল ব্লকের রুপুষপুর অঞ্চলের বারাবন গ্রামে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করতে গিয়ে দলীয় কর্মী তথা খয়রাশোল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আইনুস খানের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় বলে খোদ খয়রাশোল ব্লক তৃণমুল সভাপতি কাঞ্চন অধিকারীর অভিযোগ। ব্লক সভাপতির পাশাপাশি জেলা পরিষদের সদস্য নবগোপাল বাউরিও এদিন আক্রান্ত হন। আক্রান্ত ব্যক্তিদের স্থানীয় নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয় এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের দুজনকেই কোলকাতা নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। ঘটনার প্রেক্ষিতে ঐদিনই রাতে তৃণমুল ব্লক নেতৃত্ব, দলীয় অঞ্চল সভাপতি সহ সাতজন কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের তালিকায় রয়েছেন তৃণমূল ব্লক কমিটির সদস্য তথা তৃণমূল শিক্ষা সেলের জেলা নেতা শিক্ষক উজ্জ্বল হোক কাদেরী আইএনটিটিইউসি ব্লক সভাপতি কাঞ্চন দে, বড়রা অঞ্চল সভাপতি শেখ জয়নাল, এছাড়া বারাবন গ্রামের বাসিন্দা তথা কৃষি কর্মাধ্যক্ষ আইনুস খান সেই সাথে সেখ হাসিবুর রহমান, মিরাজ শেখ ও আজু শেখ। অভিযুক্তদের খোঁজে অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুরজিৎ দের নেতৃত্বে তল্লাশি অভিযান চালানো হয় এবং শেখ হাসিবুর রহমানকে পুলিশ আটক করে। লোকপুর থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনের মামলা রুজু করেছে বলে জানা যায়।