উত্তম মণ্ডলঃ
এ এক ব্যতিক্রমী জন্মদিন!
জন্মদিন মানেই কেক কাটা, পায়েস খাওয়া আর পশ্চিমী স্টাইলে “হ্যাপি বার্থ ডে টু ইউ” জানানোর বর্তমান বদভ্যাস পাল্টানোর উদাহরণ এটি। গত ডিসেম্বর, ২০২৩ বীরভূমের পাইকরে বসেছিল এই জন্মদিনের আসর। পালিত হলো এ জেলার সাহিত্যিক দীনবন্ধু দাসের ৭৫তম জন্মোৎসব। পাশাপাশি বসেছিল সাহিত্য বাসর, যে বাসরের আয়োজন করেছিলেন দীনবন্ধু দাস নিজেই। লেখকের জন্মদিনের এই সাহিত্য বাসরে তাঁর বাড়িতেই বসেছিল চাঁদের হাট। এ দিন নলহাটি হীরালাল ভকত কলেজের বাংলা বিভাগীয় প্রাক্তন অধ্যাপক ড. চৈতন্য বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক ক্ষীরেন দত্ত, বোলপুর শান্তিনিকেতনের ‘রাঢ়-ভাবনা’ পত্রিকার সম্পাদক সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজগ্রাম ‘ চরৈবেতি’ পত্রিকার সম্পাদক কুদ্দুস আলিসহ বিভিন্ন বিশিষ্ট সাহিত্য-সংস্কৃতি জগতের মানুষজন সংবর্ধিত হন। এছাড়া এলাকা তথা বহিরাগত ৭৫ জন সাহিত্যপ্রেমী গুণী ব্যক্তিকে ব্যাগ ও স্বরচিত গ্রন্থরাজি দিয়ে দীনবন্ধুবাবু অনন্য নজির সৃষ্টি করেন। সভায় সভাপতির আসন অলংকৃত করেন বামাপদ মুখোপাধ্যায়। এই জন্মদিন উদযাপনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ‘বীরভূম প্রান্তিক’ পত্রিকা গোষ্ঠীর তরফে সুনীল সাগর দত্ত, সাহিত্য কর্মী ধ্বজাধারী দত্ত, মনটেন মুন্সী, ঝর্ণা দত্ত, সুদীপ জয়শোয়াল, অনির্বাণজ্যোতি সিনহা, শিক্ষক আফতাব হোসেন, মুর্শিদাবাদ বেতারের আব্দুল হাই, খরগ্রাম থেকে এম মনিরুল হক, রামপুরহাটের ‘ভাবনা’ পত্রিকার সম্পাদক তানজিলাল সিদ্দিকীসহ বহু গুণীজন। তাঁদের উপস্থিতিতে দীনবন্ধুবাবুর জন্মদিনের অনুষ্ঠান অভিনবত্বের মর্যাদায় উজ্জ্বল হয়ে ওঠে। স্থানীয় বয়েজ হাইস্কুল ও গার্লস হাইস্কুল থেকে শিক্ষক-শিক্ষিকাগণ দীনবন্ধুবাবুর হাতে তুলে দেন জন্মদিনের উপহার সামগ্রী।
এমন অভিনব জন্মদিন উদযাপন বিরল। সঙ্গীতের মূর্ছনা সৃষ্টির উল্লাসে ছিলেন স্বনামধন্য মোহিনী মোহন কুন্ডু ও অরবিন্দ মুখোপাধ্যায়। গান আবৃত্তি আলোচনা কবিতাপাঠে সরগরম ছিল এই সাহিত্য বাসর। অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন সুরঞ্জন দাস গোস্বামী । অনুষ্ঠান শেষে দীনবন্ধু দাসের বাড়িতে ছিল উপস্থিত অতিথিদের মধ্যাহ্ন আহারের আয়োজন।