
শম্ভুনাথ সেনঃ
খুলে গেছে পূর্বপল্লীর মাঠের গেটের তালা। মাঠ পরিষ্কারের কাজ জোরকদমে শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল সেখ সরজমিনে মাঠ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন মহকুমা শাসক অয়ন নাথ সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। মাঠ ঘুরে দেখেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিন বছর পর শান্তিনিকেতনের এই ঐতিহ্যবাহী পূর্বপল্লীর মাঠেই হবে এবার পৌষমেলা। এই পৌষমেলা নিয়ে বোলপুর-শান্তিনিকেতনে উৎসাহ তুঙ্গে। যদিও এবার পৌষমেলার আয়োজন এবং পরিচালনার দায়িত্ব নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। হাতে কম সময় থাকার কারণে বিশ্বভারতী পৌষমেলা করতে অপারগ বলে আগেই জানিয়ে দেন। উল্লেখ্য, আগামী ২৪-২৮ ডিসেম্বর ৫ দিনের জন্য এই পৌষ মেলা অনুষ্ঠিত হবে। গত ১৫ ডিসেম্বর থেকে অফলাইনে স্টলবন্টনের কাজ শুরু হয়েছে। স্টল বন্টনের কাজ যাতে স্বচ্ছ ভাবে হয় সেদিকেই নজর রাখছে জেলা প্রশাসন।