
শম্ভুনাথ সেনঃ
২ ফেব্রুয়ারি দিনটি “বিশ্ব জলাভূমি দিবস” হিসেবে চিহ্নিত। জীববৈচিত্র্য, পরিবেশের ভারসাম্য রক্ষা ও খাদ্য নিরাপত্তার জন্য জলাভূমির গুরুত্ব অপরিসীম। জলাভূমির সংরক্ষণ ও তার সুষ্ঠ ব্যবস্থাপনা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা ও দিশা দিতে WORLD WIDE FUND FOR NATURE ( WWF) ও BIODIVERSITY BOARD এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় আজ বিশ্ব জলাভূমি দিবস উদযাপিত হয় বীরভূমের সিউড়ি তিলপাড়া জলাধারে। সন্নিহিত অজয়পুর হাইস্কুলের দশম ও একাদশ শ্রেণির ৩২ জন শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের দুই গাইড শিক্ষক দীনবন্ধু বিশ্বাস ও কৌশিক ঘোষ। উপস্থিত ছিলেন ২ জন পক্ষীপ্রেমী বিশ্বজিৎ মুখার্জী ও বানিদীপ সিনহা। এদিন প্রত্যেকেই ছাত্র-ছাত্রীদের কাছে জলাভূমির উপযোগিতা, জীববৈচিত্র সংরক্ষণ নিয়ে বক্তব্য তুলে ধরেন। প্লাস্টিক দূষণের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার্থীদের বায়নোকুলারের সাহায্যে দেখানো হয় পরিযায়ী পাখি। হাতে-কলমে এই শিক্ষায় ছাত্র-ছাত্রীরা বেশ উৎসাহিত হয়।
