শম্ভুনাথ সেনঃ
বৈষ্ণব তীর্থভূমি কেন্দুলির কবি জয়দেবকে নিয়ে ৯ জুলাই একটি গবেষণামূলক গ্রন্থ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়। “জয়দেব ও পরবর্তী বাংলা অনুসারী সাহিত্য” নামে এই গ্রন্থটির প্রকাশ ঘটে জয়দেবের নামাঙ্কিত ইলামবাজার কবি জয়দেব মহাবিদ্যালয়ে। উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উল্লেখ্য, কবি জয়দেব মহাবিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনের জাতীয় আলোচনা চক্রের জয়দেব বিষয়ক নির্বাচিত গবেষণাধর্মী প্রবন্ধ সংকলন এটি ৷ এদিন এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. মহাদেব দেওয়াশী সহ অধ্যাপকবৃন্দ, শিক্ষাকর্মীরা ও ছাত্র -ছাত্রীরা। গ্রন্থটি সম্পাদনা করেছেন কলেজেরই বাংলা বিভাগের অধ্যাপক বিমল কুমার থান্দার। সহযোগিতায় অধ্যাপক প্রণব কুমার সাহা, প্রসূন ব্যানার্জী, ভরত দাস ও সৌভিক মজুমদার৷ কবি জয়দেবকে নিয়ে যাঁদের গবেষণামূলক লেখনীতে বইটি সমৃদ্ধ হয়েছে তাদের মধ্যে রামবহাল তেওয়ারী, অরুন কুমার মন্ডল, ড. আদিত্য মুখোপাধ্যায়, শ্রীলা বসু, মিলনকান্তি বিশ্বাস, কৌশিক দাশগুপ্ত, অনুপ কুমার সাঁতরা প্রমুখ৷ ২১৮ পৃষ্ঠা জুড়ে ২১টি প্রবন্ধের সংকলনে সমৃদ্ধ এটি একটি বৈষ্ণব সাহিত্যের আকর গ্রন্থ৷ উল্লেখ্য, বহুদিন আগেই বোলপুর গীতাঞ্জলিতে অনুষ্ঠিত হয় কবি জয়দেব বিষয়ক একটি জাতীয় আলোচনা চক্র। সহযোগিতায় ছিলেন স্থানীয় পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজের বাংলা বিভাগ৷ দুই দিনের এই জাতীয় আলোচনা চক্রে পশ্চিমবঙ্গ সহ আসাম, ঝাড়খন্ড, ত্রিপুরা ও উত্তরপ্রদেশ থেকে প্রায় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন৷ করোনাকালে লকডাউনের কারণে বইটি প্রকাশ করতে বিলম্ব হয় বলে জানিয়েছেন বইটির মুখ্য সম্পাদক বিমল কুমার থান্দার৷ এদিন এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কলেজের অধ্যাপক দীনবন্ধু মণ্ডল৷