শম্ভুনাথ সেনঃ
আজ বাইশে শ্রাবণ৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪ তম প্রয়াণ দিবস। প্রতিবারের মতো এবারও বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী, কর্মী, অধ্যাপক ও রবীন্দ্র অনুরাগীদের উপস্থিতিতে কবিগুরুর স্মরণে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি প্রণামের আয়োজন করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়৷ গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই সকাল থেকেই রবীন্দ্রসঙ্গীতের সুরে শুরু হয় অনুষ্ঠান। বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা, ফুল ও মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি, বৃক্ষরোপণের মধ্যে দিয়ে এদিন কবিকে স্মরণ করা হয়৷ উল্লেখ্য ১৯৪১ সালের ৭ আগস্ট, ৮০ বছর বয়সে কবির মহাপ্রয়াণ ঘটে। বঙ্গাব্দের হিসেবে সেই দিনটি ছিল বাইশে শ্রাবণ। এবারও গুরুদেবের ৮৪ তম প্রয়াণ দিবস যথোচিত শ্রদ্ধায় পালিত হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে৷ এদিন সকালে গৌরপ্রাঙ্গণে বৈতালিক, উপাসনা গৃহে ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্র কোরাস কণ্ঠে উচ্চারিত হয়৷ পরে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে উদয়ন বাড়িতে গুরুদেবের ব্যবহৃত চেয়ারে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল। পরে সুচি অনুযায়ী পুরনো মেলার মাঠে করা হয় বৃক্ষরোপন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর এভাবেই নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিগুরুকে স্মরণ করা হয়। বিশ্বভারতীতে আজ থেকে শুরু হল রবীন্দ্র সপ্তাহ উদযাপন৷ আগামী ১৫ আগষ্ট স্বাধীনতা দিবসের দিন পর্যন্ত চলবে এই “রবীন্দ্র সপ্তাহ”। বিশ্বভারতীর প্রতিটি ভবন, প্রেক্ষাগৃহে প্রতিদিন চলবে বক্তৃতা, আলোচনা, প্রদর্শনী, নাটক এমন নানা অনুষ্ঠান। এ তথ্য জানিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল।