বীরভূমের সদাইপুরে অবৈধ বালি সহ চারটি ট্রাক্টর আটক, গ্রেপ্তার-৪

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সদাইপুরে থানার পুলিশের হাতে ধরা পরল অবৈধ বালি ভর্তি চারটি ট্রাক্টর।গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ১ লা সেপ্টেম্বর গভীর রাতে ১৪ নং জাতীয় সড়কের বক্রেশ্বর ব্রীজের কাছে চারটি অবৈধ বালির ট্রাক্টর আটক করে সদাইপুর থানার পুলিশ। পরে সেগুলোকে থানায় নিয়ে আসা হয়। ট্রাক্টরের ৪ ড্রাইভারকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।আজ ধৃত ৪ জনকে সিউরি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *