সিটু অনুমোদিত আরামবাগ হ্যাচারী লিঃ শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে বিভিন্ন দাবিতে স্মারকলিপি

মহঃ সফিউল আলমঃ

৪ জুলাই সিআইটিইউ অর্থাৎ সিটু অনুমোদিত আরামবাগ হ্যাচারী লিমিটেড শ্রমিক ইউনিয়ন-এর পক্ষ থেকে একাধিক দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়৷ সেই সাথে প্রয়োজনীয় হস্তক্ষেপ দাবি করা হয়৷ সিটু নেতৃত্ব এদিন স্মারকলিপি তথা দাবি সম্বলিত অভিযোগপত্র প্রদান করেন ম্যানেজার, আরামবাগ হ্যাচারী লিঃ, বক্রেশ্বর শাখা, ইউনিট ২, জেলা সমাহর্তা, সিউড়ি, বীরভূম, এসিঃ লেবার কমিশনার বীরভূমকে৷ পরে বিডিওকেও তা প্রদান করা হবে বলে জানা গিয়েছে৷ দাবি ও অভিযোগগুলি হল– আরামবাগ হ্যাচারীর বক্রেশ্বর ইউনিটের উৎপাদন অবিলম্বে শুরু করতে হবে, সমস্ত শ্রমিককে কাজে লাগাতে হবে, শ্রমিকদের বকেয়া পাওনা, বেতন, পিএফ, গ্র্যাচুয়িটি সহ সমস্ত সুবিধা মিটিয়ে দিতে হবে প্রভৃতি৷ এদিন উক্ত কর্মসূচীতে সিটু নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল আলি খাঁ, সাধন ঘোষ, শীতল বাউড়ি, বলরাম চট্টোপাধ্যায়, শুকদেব বাগ্দী, সেখ মকরম, শ্যামসুন্দর দত্ত প্রমুখ৷ স্মারকলিপির কপি নেতৃত্বরা সংবাদ মাধ্যমের হাতেও তুলে দেন এদিন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *